সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ১৬ : ৩২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের টেবিলে কলকাতার তিন প্রধান বিপরীত মেরুতে। শীর্ষস্থান মোহনবাগানের দখলে। অন্যদিকে টেবিলের তলানিতে ইস্টবেঙ্গল। তার একধাপ ওপরে মহমেডান স্পোর্টিং। ৭ ম্যাচে ৫ পয়েন্ট। দেশের একনম্বর লিগে শুরুটা বেশ আশা জাগিয়ে করলেও, শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটে হার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক কাটিয়ে জোটে এক পয়েন্ট। তবে ন'জনের লাল হলুদের বিরুদ্ধে ছন্নছাড়াই দেখায় আন্দ্রে চের্নিশভের দলকে। এবার চাকা ঘোরানোর পালা। জয়ে ফেরার সময়। তবে সামনে কঠিন প্রতিপক্ষ। বুধবার কিশোর ভারতীতে বেঙ্গালুরু এফসির মুখোমুখি সাদা কালো ব্রিগেড। কিন্তু এবছর মহমেডানের ঘরের মাঠের পরিসংখ্যান খুব বেশি আশা জাগাচ্ছে না। প্রথম চার ম্যাচে একটি ড্র, তিনটে হার। এখনও পর্যন্ত কোনও দল ঘরের মাঠে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে একটাও জেতেনি হয়নি। এই রেকর্ড করতে চাইবেন না চের্নিশভ। তাই বেঙ্গালুরুকে হারিয়ে আবার জয়ে ফিরতে মরিয়া সাদা কালো ব্রিগেড।
মহমেডানের বর্তমান অবস্থার সঙ্গে মঙ্গলবার দুপুরের সাংবাদিক সম্মেলনের চিত্রের সাদৃশ্য ছিল। ভাঙা হাট। হাতেগোনা কয়েকজন সাংবাদিক। একটানা হারে আগ্রহ হারাচ্ছে অধিকাংশ। ক্লাবের অন্দরমহলের ছবিও খুব একটা আশানুরূপ নয়। মিনি ডার্বি ড্রয়ের পর 'গো ব্যাক' শুনতে হয় চের্নিশভকে। গদি টলমলে। এই অবস্থায় ফুটবলারদের মোটিভেশন কী? প্রশ্ন শুনে কিছুটা বিরক্তই হন মহমেডান কোচ। চের্নিশভ বলেন, 'আইএসএলে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেমন নর্থ ইস্ট ম্যাচ, তেমনই মোহনবাগান। আমরা ভাল ফুটবল খেলতে চাই। পজিটিভ রেজাল্ট চাই। আমাকে অনেকেই মোটিভেশনের কথা জিজ্ঞেস করছে। আমরা পেশাদার ফুটবল খেলছি। এটাই মোটিভেশন। প্রেয়াররা রোজ প্র্যাকটিস করছে। ম্যাচের জন্য তৈরি হওয়ার লক্ষ্যেই। এটা কিন্ডারগার্টেন নয়। চকলেট দিয়ে কাউকে মোটিভেট করা যাবে না।'
চলতি আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছে বেঙ্গালুরু। মোহনবাগানের সমসংখ্যক পয়েন্ট হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে সুনীলরা। ফর্মে থাকা বেঙ্গালুরুর একমাত্র হার এফসি গোয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে। এই জায়গা থেকে আত্মবিশ্বাস পেতে পারে মহমেডানের ফুটবলাররা। তবে লড়াই যে খুব কঠিন হবে, জানিয়ে রাখলেন সাদা কালোর কোচ। চের্নিশভ বলেন, 'বেঙ্গালুরু শক্তিশালী দল। টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও, এই মুহূর্তে আইএসএলের সেরা দল। ওদের খেলার স্টাইল সুন্দর। দলে একাধিক অভিজ্ঞ প্লেয়ার আছে। আমাদের আরও সিরিয়াস হতে হবে। নিজেদের উজাড় করে দিতে হবে। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে আমরা যে ফুটবল খেলেছিলাম, সেটাই খেলতে চাই। নিজেদের স্টাইলে ফিরতে চাই। শক্তিশালী দলের বিরুদ্ধে আরও মনোযোগী হতে হবে। আশা করছি ফুটবলাররা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।' লিগের মাঝে দু'সপ্তাহ বা তারও বেশি বিরতির পক্ষে নয় রুশ কোচ। ৩-৪ দিন অন্তর খেলাই পছন্দ তাঁর। তবে জানালেন, এই বিরতিতে দল নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি কয়েকদিনের ছুটি কাটিয়ে সতেজ ফুটবলাররা। বেঙ্গালুরুতে সুনীল ছেত্রী, অ্যালবার্তো নোগুয়েরা, পেরেরা ডিয়াজের মতো ফুটবলার রয়েছে। তবে নির্দিষ্ট কাউকে নিয়ে ভাবছেন না চের্নিশভ। মহমেডান কোচ স্পষ্ট জানালেন, কোনও নির্দিষ্ট ফুটবলার তাঁর ভাবনায় নেই। এগারোজনের জন্যই পরিকল্পনা তৈরি রাখতে হবে। বেঙ্গালুরু ম্যাচে অনিশ্চিত জোসেফ। মঙ্গলবার বিকেলে প্র্যাকটিসের পর একটি টেস্ট হবে। তারপরই জানা যাবে তিনি বুধবার খেলতে পারবেন কিনা। দলের বাকি সবাইকে পাওয়া যাবে।
নানান খবর
নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও